ঢাকা অফিস: করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে মঙ্গলবার এ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। করোনার কারণে সৃষ্ট সংকট পরিস্থিতি মোকাবেলায় এ জেলার গ্রামে গ্রামে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের সময় সংসদ সদস্য মো. আবু জাহির ছাড়াও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে লকডাউন ঘোষণা
0
Share.