সিলেটে বাড়ছে আইসোলেশন রোগী ও হোম কোয়ারেন্টিনের সংখ্যা

0

ঢাকা অফিস: করোনা প্রাদুর্ভাব অঞ্চলের কর্মক্ষেত্র ছেড়ে সিলেটে আসছেন অসংখ্য লোক। এই কারণে গত দুদিন থেকে সিলেটের চার জেলায় আইসোলেশন ও হোম কায়ারেন্টিনে থাকা লোকের সংখ্যা বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে করোনা প্রাদুর্ভাব নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নরসিংদীর বিভিন্ন শিল্প কারখানায় কাজ করা সুনামগঞ্জ ও হবিগঞ্জের অনেক নারী পুরুষ কর্মস্থল ছেড়ে নিজ এলাকায় আসছেন। এর জন্য সিলেট বিভাগের চার জেলায় হাসপাতাল আইসোলেশনে এখন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩২ জনে। এছাড়া সিলেট বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক সুনামগঞ্জ ও হবিগঞ্জের। এ নিয়ে মোট হোম কোয়োরেন্টিনে আছেন ৬২৩ জন।আর আইসোলেশনে রয়েছে সবচেয়ে বেশি ২৫ জন হবিগঞ্জ জেলায়, সিলেটে ৫, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ২৫ জন ও সুনামগঞ্জে ২০ জন এবং সিলেটে ২ জন ও মৌলভীবাজারে ১১ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা সর্বমোট ৬২৩ জনের মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ২৮৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ২৭ জন। এছাড়াও হাপসাতাল আইসোলেশনে ৬৯ ভর্তি ছিলেন। এরমধ্যে ৩৭ জন ছাড়পত্র নিয়েছেন। আইসোলেশনে থাকাদের মধ্যে সর্বাধিক হবিগঞ্জ সদর হাসপাতালে ২৫ জন, সিলেটে ৫ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে ভর্তি আছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মাত্র ১৫ জন। এরমধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ৬ এবং মৌলভীবাজারে ১ জন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিন ছেড়েছেন ৩ হাজার ৪১ জন। এরমধ্যে সিলেটে ৮৭১ জন, সুনামগঞ্জে ৬১৪ জন, হবিগঞ্জে ৯০১ জন ও মৌলভীবাজারে ৬৫৫ জন।

Share.