ঢাকা অফিস: জামালপুর সদর উপজেলার নুরুন্দি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৭ হাজার ৪ শত ৪০ কেজি চাল জব্দ করে। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল চুরির অভিযোগে খাদ্যবান্ধব ডিলারকে পুলিশ আটক করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর থানার ওসি সালেমুজ্জামান, নুরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এবং জামালপুর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর সমোন্নয়ে জেলা আইন শৃংঙ্খলার রক্ষাকারি বাহিনী যৌথ অভিযান চালায়। ওই অভিযানে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফার নুরুন্দি বাজারের গুদাম থেকে ৭ হাজার ৪৪০ কেজি সরকার প্রদত্ত খাদ্যবান্ধব চাল উদ্ধার করে। পরে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফাকে পুলিশ আটক করে। আটককৃত ডিলার তোফাজ্জল হোসেন তুফা সে তুলসিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে এলাকাবাসিরা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানার ওসি সালেমুজ্জামান তিনি জানান এ বিষয়ে খাদ্য বিভাগ বাদী হয়ে থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সরকারি চাল উদ্ধার
0
Share.