করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

0

 ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে ইতালিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো দেশটি। রোববার বিবিসিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় আগেই সব দেশকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুর সংখ্যায়ও সব দেশকে পেছনে ফেললো তারা। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬০৪ জনের। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৮৮৭ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১ জনে। যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। তবে এই অঙ্গরাজ্যে মৃত্যুর হার কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র অ্যান্ড্রু কুমো। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই সংখ্যাটি প্রায় একই পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘এই সংখ্যাটি আগের যেকোনো সময়ের তুলনায় যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তেমনটা নয় এবং আপনি দেখবেন যে, মৃত্যুর এই সংখ্যায় এক ধরনের স্থিতিশীলতা এসেছে। তবে যে সংখ্যায় এসে এই স্থিতাবস্থা দেখা যাচ্ছে সে সংখ্যাটিও আঁতকে ওঠার মতোই।’ সিএসএসই-এর তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৬২ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫১৭ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪ হাজার ৩৭২ জন।

Share.