গাজী মোঃ জামিল: কোন প্রত্যাশিত জীবনে যে কোন একটি বিষয়কে অগ্রগামী করে সাজাবার প্রেরণা বা বাসনা অসীম হয়ে উঠে মানুষের জীবনে। জীবনকে সাজাবার বাসনা বা প্রেরণা মানুষকে অপরিশীম ব্যাস্ত করে তোলে তখন। সেখানে চাহিদারও শেষ থাকে না। তবুও কেন জানি কোন এক বেড়াজালে আটকে পড়ে কখন-সখনও হামাগুড়িতে পড়তে হয় জীবনের কোন একটি অংশে। তাই বলে জগৎ সংসারকে মানুষ কখনও ভুলে থাকতে পারে না। বরং এ জগৎ সংসারকেই আঁকড়ে ধরে মানুষকে বেঁচে থাকতে হয়। জগৎ সংসারে টিকে থাকতে হলে মানব জীবনকে সুন্দর ও সাবলীল করে গড়ে তোলার চেষ্টায় মগ্ন থাকা প্রত্যেকটি মানুষের জীবনে অত্যাবশ্যকীয়। এযাবৎকাল অবধি জগতের যত নামী-ধামী ঋষি-মনিষীরা জগতে তাঁদের সুন্দর জীবনে খ্যাতি অর্জন করেছেন তাদের প্রত্যেকেরই জীবন অবলোকন অথবা আলোকপাত করলে দেখতে পাওয়া যাবে যে- তাঁদের প্রত্যেকেই জীবনে প্রচন্ড সাহসীকতা, দৃড় মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে গিয়েছেন। সাহস এবং অদম্য আত্মবিশ্বাসের আগ্রহই তাঁদের জীবনে নিয়ে এসেছে সুন্দর জীবনের অগ্রযাত্রার পথচলায়। মানুষের ইচ্ছাশক্তিই মানুষের জীবনে চলার পথের সঠিক নির্দেশনা এনে দেয়। জীবনে সঠিক লক্ষ্য ও উদ্যেশ্য অর্জনের অগ্রযাত্রা মানুষের জীবনকে করে তোলে পরম মাধুর্যময় ও মমতাময়তায়। আর এরই লক্ষ্যে মানুষের ছুটে চলা ও এগিয়ে যাওয়া। সকলের সুন্দর জীবন কামনায় এবং সেই সাথে শুভ ১৪২৭ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
” প্রজন্ম ৭১ “