শনিবার, নভেম্বর ২৩

লকডাউনে ৭ মে পর্যন্ত বাড়তে পারে বৃটেনে

0

ডেস্ক রিপোর্ট:  লকডাউনের সময় বাড়তে পারে বৃটেনে। অন্তত আগামী ৭ মে পর্যন্ত বলবৎ থাকতে পারে চলমান লকডাউন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ২৩ মার্চ তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষিত সে লকডাউনের সময়সীমা শেষ হয়েছে ১৩ এপ্রিল, সোমবার। গত সোমবার পর্যন্ত সরকারের তরফে নতুন করে লকডাউনের কোনো ঘোষনা আসেনি। তবে সরকারের তরফে লকডাউনের বিধিনিষেধগুলোও তুলে নেয়া হয়নি। ফলে মানুষ এখনও লকডাউনের বিধিনিষেধ মেনে ঘরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে লকডাউন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে বৃটেনের গণমাধ্যমগুলো সেখানে বলা হয়েছে, সরকার চলমান ব্যবস্থা (লকডাউন) রাখতে চায়। একান্ত প্রয়োজন না হলে অন্তত আরও তিন সপ্তাহ দেশবাসীকে ঘরে থাকতে হবে। প্রয়োজনীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এটা নিশ্চিত করবেন।

Share.