স্পোর্টস ডেস্ক: দেশের ফুটবল কার্যক্রম বন্ধ হওয়ার পরই নিজ দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। করোনার কারণে চলে গেলেও বাংলাদেশে তার ফুটবলারদের খোঁজ রাখতে ভুল করেননি এই কোচ। প্রায়ই ভিডিও বার্তা পাঠিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। জানা গেছে গতকালও খেলোয়াড়দের বার্তা দিয়েছেন তিনি। ঘরের মধ্যে আটকে থাকলেও খেলোয়াড়েরা যেন নিজের শারীরিক প্রস্তুতি নিয়ে কাজ করেন। ১০ মিনিটের ভিডিও বার্তায় জেমি তার খেলোয়াড়দের জানিয়েছেন, ঘরের মধ্যে থাকলেও অনুশীলন করতে হবে। যেভাবে শারীরটাকে প্রস্তুত রাখা যায়, তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। একবিন্দু পিছিয়ে থাকা যাবে না। ক্রীড়াবিদদের শরীর ফিট রাখতে মাঠের অনুশীলনের কোনো বিকল্প নেই। মাঠের অনুশীলন আর ঘরের অনুশীলনে পার্থক্য অনেক বেশি। কোনো দিনও এটাকে একভাবে দেখা যাবে না। তার পরও দুনিয়াখ্যাত ফুটবলার মেসি, রোনালদো কিংবা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিক, ফুটবলে মামুনুল ইসলাম, গোলকিপার আশরাফুল রানা, জামাল ভুইয়ারা ঘরের ভেতেরে অনুশীলন করছেন সেই ছবি খেলাধুলার দুনিয়া হরহামেশাই দেখছে। এএফসি তাদের খেলাগুলো জুন পর্যন্ত স্থগিত করেছে। সেই খবর জানা হয়ে গেছে কোচ জেমি ডের। খেলা স্থগিত হলেও খেলোয়াড়েরা যেন প্রস্তুত থাকেন। জেমি ডে মনে করিয়ে দিয়েছেন, সামনে এএফসির খেলা রয়েছে। লকডাউন উঠে গেলে খেলাধুলার দুনিয়াটাও ব্যস্ত হয়ে যাবে। একটা একটা করে দরজা খুলতে শুরু করবে। তখন যেন শারীরিক ফিটনেসটা হাতড়ে বের করতে না হয়। প্রস্তুত রাখতেই জেমির তাগিদ। কাতার বিশ্বকাপ ও এএফসি কাপে খেলা রয়েছে বাংলাদেশের।
দূরে থাকলেও ফুটবলারদের প্রায়ই ভিডিও বার্তা পাঠিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন জেমি ডে
0
Share.