করোনায় তুরস্কে মৃত ১৬০০, বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণের সময় বৃদ্ধি

0

 ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস বিশ্বের যে দেশগুলোতে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে তার মধ্যে তুরস্ক অন্যতম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১৬০০। ফলে বিপর্যস্ত অবস্থা মোকাবেলায় পুরুষদের জন্য বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ এক মাস বৃদ্ধি করেছে তুরস্ক। এ খবর দিয়েছে আল-জাজিরা। এ নিয়ে সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। বৈঠক শেষে তিনি জানান, এখন থেকে তুরস্কের সকল পুরুষদের জন্য বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ এক মাস বৃদ্ধি করা হল। তুরস্কের আইন অনুযায়ী, দেশটির সকল পুরুষকে বাধ্যতামূলক ৬ মাস সেনা প্রশিক্ষণ নিতে হয়। এর আগে এটি ১২ মাস ছিল। কিন্তু গত বছর এক সংশোধনির মাধ্যমে একে ৬ মাসে নিয়ে আসে এরদোগান সরকার। এবার এই ৬ মাসের সঙ্গে আরো একমাস বৃদ্ধি করা হল।
চীন থেকে ছড়িয়ে পরার পর থেকে অনেক দিন তুরস্কে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে সংক্রমণ ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এখনো প্রতিদিন গড়ে প্রায় ৫০০০ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন তুরস্কে। প্রাণ হারাচ্ছেন শতাধিক তুর্কি নাগরিক। তুর্কি সেনাবাহিনীর মধ্যেও করোনা সংক্রমিত হয়েছে। বাহিনীতে এখন পর্যন্ত ২২৩ জন করোনা আক্রান্ত হয়েছে।

Share.