ডেস্ক রিপোর্ট: সৌদি আরব সরকার করোনাভাইরাস মোকাবেলায় মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা স্থাপন করেছে। মসজিদটিতে আসা মুসল্লিদের শরীরের তাপমাত্রা মাপার জন্য স্থাপিত হলো এই ক্যামেরা। -আল আরাবিয়া, টুইটার, ওয়াল্ড মেটার্স ইনফো। এসপিআই-এর খবর অনুযায়ী প্রতিটি থার্মাল ক্যামেরা নয় মিটার দূর থেকে একসঙ্গে ২৫ জন মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে সক্ষম।
মানুষের শরীর থেকে সংগ্রহীত ডাটা এক মাস পর্যন্ত সংরক্ষিত থাকে এই ক্যামেরায়। প্রয়োজন হলে যে কোনও সময় এই ডাটা ডাক্তারদের নিকট পাঠানো যাবে। সৌদি সরকার করোনাভাইরাস বিস্তার রোধে মসজিদের হারাম এবং মসজিদ নববীসহ দেশের সব মসজিদে জুমার নামাজসহ জামাতের নামাজ আদায় নিষিদ্ধ করেছে, যে আইন এখনো বলবৎ রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৪২ জন। আক্রান্ত হয়েছে মারা গেছে ৮৭ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১ হাজার ৪৯ জন।
মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা স্থাপন করলো সৌদি সরকার
0
Share.