ডেস্ক রিপোর্ট: ইতালিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভ্যালে দেশের সম্মান ধরে রাখলেন বাংলাদেশের তাহমিনা ইয়াসমিন শশী। প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বারের মত সেরা লেখকের পুরস্কার জিতেছেন তিনি। ইতালীয় ভাষায় অসাধারণ মানের গল্প লিখে সেরা ১০ লেখকের মধ্যে তিনি তৃতীয় স্থান লাভ করেন। শশীর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরে। তিনি বর্তমানে ইতালির নাগরিক। ১৯৮৮ সাল থেকে তরিনো শহরে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফেস্টিভালের আয়োজন হয়ে আসছে। চলতি বছরে অনুষ্ঠিত বুক ফেয়ার ফেস্টিভালে বিভিন্ন দেশের লেখকরা অংশগ্রহণ করেন। বিজয়ী সেরা ১০ লেখকদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী হলেন-ইয়েনিফার লিলিবেল আলিয়াগা শাভেজ (পেরু), দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন, বেরভিয়ান গর্মেজ-আলেসান্দ্রা নিউক (তুরস্ক ও ইতালি), আর তৃতীয় পুরস্কার অর্জন করে তাহমিনা ইয়াসমিন শশী।এর আগেও ২০১৭ ও ২০১৮ সালে সেরা লেখকের পুরস্কার বিজয়ী তাহমিনা ইয়াসমিন শশীর লেখা প্রবন্ধ লিঙগুয়া মাদ্রি থেকে বই আকারে প্রকাশ করা হয়।
ইতালিতে সেরা লেখকের পুরস্কার পেলেন বাংলাদেশের শশী
0
Share.