ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে নিজেদের বাস ড্রাইভারদের রক্ষা করতে ফ্রি ভ্রমণ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে লন্ডনের বাসগুলোতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। সম্প্রতি ২১ জন পরিবহন শ্রমিক মারা যাওয়ায় বাকি ড্রাইভারদের সুরক্ষার জন্য লন্ডনের মেয়র সাদেক খান এ ঘোষণা দেন। একই সঙ্গে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) ঘোষণা করেছে যে গ্রাহকরা সোমবার থেকে তাদের পেমেন্ট কার্ড(ওয়েষ্টার কার্ড) বা ডিভাইস দিয়ে স্পর্শ করার প্রয়োজন হবে না। চালকদের সুরক্ষার জন্য নতুন পদক্ষেপের আওতায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।তবে টিএইএল অনুরোধ করেছে মাঝের দরজাটি ব্যবহার করার সময় যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকতে। এদিকে,করোনাভাইরাসের কারণে ব্রিটেনের রাজধানীতে এ পযন্ত ১৫জন বাস শ্রমিকসহ ২১ জন পরিবহণ শ্রমিক প্রান হারিয়েছেন,বিষয়টি ভাবিয়ে তুলে কর্তৃপক্ষকে ,যার ফলে এ নতুন আইন করা হলো। করোনাভাইরাস আক্রান্তে যে সকল পরিবহণ শ্রমিক মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শুক্রবার সকালে ১ মিনিট নিরবতা পালন করা হয়। লন্ডনে যাত্রীরা সাধারণত সামনের দরজা দিয়ে উঠেন ও মাঝের দরজা দিয়ে বের হন। এতে তারা ডাইভারদের কাছাকাছি চলে যান। যাত্রীদের ড্রাইভারে অতি নিকটে না বসার জন্য অনুরোধ জানিয়ে বাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দিয়েছেন। টিএফএল এর বাস অপারেশনের পরিচালক ক্লেয়ারম্যান যাত্রীদের কেবলমাত্র জরুরী কাজে ভ্রমণের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত: লন্ডন বাস ব্যবহারকারী যাত্রীদেরকে এক ঘন্টার মধ্যে সীমাহীন ভ্রমণের জন্য ১.৫০ পাউন্ড ব্যায় করতে হয়,এই এক ঘন্টার ভিতরে যতবার খুশি বাসে উঠতে পারেন।সোমবার থেকে কোন চার্জ ছাড়াই বাসে চলাচল করতে পারবেন মানুষ।পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত ফ্রি ভ্রমণ করার এ সুযোগ থাকবে।
লন্ডনে আজ সোমবার থেকে যাত্রীরা বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারবেন
0
Share.