বিনোদন ডেস্ক: কিছুদিন আগে নাট্য সংগঠনগুলো করোনা ভাইরাসের এই সময়ে অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের জন্য সহযোগিতার ব্যবস্থা করে। এবার ডিরেক্টর গিল্ড থেকে জানানো হলো নতুন আরও এক পরিকল্পনার কথা।করোনা ভাইরাসে আক্রান্ত টিভি মিডিয়ার সদস্যদের সেবার জন্য একটি স্বেচ্ছাসেবক দল তৈরি করেছে ছোটপর্দার নির্মাতাদের এই সংগঠনটি। বিষয়টি সম্প্রতি জানান গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক। সালাহউদ্দীন লাভলু বলেন, ‘এমন একটা সময় আমরা পার করছি, যখন সবাই সবার পাশে না দাঁড়ালে এর মোকাবেলা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি সেচ্ছাসেবক দল তৈরি করা হচ্ছে। টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের প্রয়োজনে চিকিত্সা দেওয়া হবে। এ জন্য নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ডিরেক্টরস গিল্ড থেকে প্রদান করা হবে।’স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী হিসেবে আছেন নাট্য নির্মাতা ফরিদুল হাসান ও পিকলু চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন চিকিত্সক সোহেলী পারভীন মুক্তা, ইমন সাদি, চয়নিকা চৌধুরী, আশিক মাহমুদ রনি, সঞ্জয় বড়ুয়া, শাহীন স্বাধীন, মো মামুন খান, রাজীব হাসান, মিঠু রায়, জামাল উদ্দিন জামান, ইমেল হক, হাসান রেজাউল, ডা. আওরঙ্গজেব আরু, মঞ্জুরুল হক মঞ্জু, রাফাত মজুমদার রিংকু, এস এম আরিফ, জুগল চন্দ্র শীল পলাশ, শাহাদত আলম ভূবন, হিমেল ইসহাক ও সোহাগ কুমার বিশ্বাস।
সব সংগঠনের সদস্যদের প্রয়োজনে চিকিৎসা দেওয়া হবে
0
Share.