ঢাকা অফিস: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরী এবং রামগতির বয়ারচর এলাকায় আরেক কিশোরীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।বুধবার (২২ এপ্রিল) বিকেলে মহিলা পরিষদের সভাপতি ডা.ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু শুক্রবার এক যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, গত ১৭ এপ্রিল রাতে রামগতি উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রোববার রাতে রামগতি থানায় মামলা করেন।অন্যদিকে গত ১৭ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকার বেলাল উদ্দিনের ছেলে রাশেদ ওই এলাকার বাড়ির পাশের একটি নির্জন জায়গায় কৌশলে ডেকে নিয়ে অপর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় গত ১৮ এপ্রিল নির্যাতনের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন।তারা বলেন, বিশ্বের মতো কোভিড-১৯ ভয়াবহতায় বাংলাদেশও আক্রান্ত। এই ভয়াবহ পরিস্থিতিতেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংতায় মহিলা পরিষদ উদ্বিগ্ন। এমন অবস্থায় দেশের বিভিন্ন স্থানে কিশোরী, তরুণী, নারী ও কন্যাশিশুসহ নির্যাতনের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। সেইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণসহ ধর্ষণের ঘটনা প্রতিরোধে শূন্য সহিষ্ণনুতার নীতি গ্রহণ সাপেক্ষে কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের কাছে জোর দাবি জানায় সংগঠনটি। এছাা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সবাইকে বিশেষভাবে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
দুই কিশোরী ধর্ষণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা পরিষদের
0
Share.