ঢাকা অফিস: রাজ্যের সব করোনা হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ করলো মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোন থেকে করোনা ছড়াচ্ছে, বিশেষজ্ঞদের এই ফতোয়ার পর, রাজ্যের প্রতিটি জেলার সি এম ও এইচ এবং সব হাসপাতালের সুপারদের কাছে সার্কুলার পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, জেলার এবং কলকাতার বেশ কিছু হাসপাতালকে কোভিড হাসপাতাল বলে চিহ্নিত করা হয়েছে। এই হাসপাতাল গুলোতে তৈরি হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। সার্কুলারে বলা হয়েছে, যেহেতু মোবাইল থেকে সংক্রমণ ছড়াচ্ছে তাই ওয়ার্ড এর রোগী, ডাক্তার, নার্স অথবা স্বাস্থ্য কর্মী কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। রোগীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তাদের রশিদ দিতে হবে. করোনা হাসপাতালে যোগাযোগ রক্ষার জন্যে ব্যবহার করতে হবে ইন্টারকম সিস্টেম। রোগীরা যাতে প্রয়োজনে বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা নিকটজনেরা রোগীর সঙ্গে কথা বলতে পারেন তার জন্যে এস টি ডি সুবিধা সম্পন্ন কয়েকটি ল্যান্ডলাইন রাখতে হবে। প্রতিবার ব্যবহারের পর এই ফোনগুলো ডিসিনফেক্ট করতে হবে। রাজ্যের সব হাসপাতালে ইন্টারকম এবং ল্যান্ডলাইন এর ওয়ার্ড সংযোগের কাজ শুরু হয়ে গেছে বুধবার দুপুর থেকেই। হাসপাতালগুলো নিজস্ব ডিরেক্টরিও প্রকাশ করছে। সব কাজটাই করা হচ্ছে যুদ্ধাকালীন ভিত্তিতে।।
করোনা হাসপাতালে নিষিদ্ধ হলো মোবাইল ফোন
0
Share.