কে এই ধনকুবের যিনি সারা বিশ্বে পাঠাচ্ছেন করোনাভাইরাস মোকাবেলার সামগ্রী

0

ডেস্ক রিপোর্ট: চীনের সবচেয়ে ধনী ব্যক্তি গত মাসে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন কোভিড নাইনটিন প্রাদুর্ভাবের মধ্যে। এ পর্যন্ত তার প্রত্যেকটা পোস্টে রয়েছে পৃথিবীব্যাপী এই মহামারির প্রকোপে দিশেহারা প্রায় প্রত্যেকটা দেশে চিকিৎসা সামগ্রী পাঠানোর কঠিন লড়াই তিনি কীভাবে লড়ছেন। এ লড়াইয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী। তার নাম জ্যাক মা। প্রথম দিককার একটি মেসেজে জ্যাক মার উৎসাহব্যজ্ঞক মন্তব্য ছিল: “একটা বিশ্ব, একটা লড়াই।” আরেকটি মন্তব্য ছিল, “একসাথে আমরা সফল হব!” এখনও পর্যন্ত বিশ্বের দেড়শোটিরও বেশি দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ব্যাপক তৎপরতার পেছনে মূল চালিকাশক্তি চীনের এই ধনকুবের ব্যবসায়ী জ্যাক মা। করোনাভাইরাস মোকাবেলার জন্য ফেস মাস্ক আর ভেন্টিলেটার জোগাড় করার লড়াইয়ে যারা বিশ্বের বড় বড় দেশগুলোর পেছনে রয়েছে তাদের জন্য এসব জীবন বাঁচানোর সামগ্রী সরবরাহের উদ্যোগ তিনিই চালাচ্ছেন। কিন্তু মা’র সমালোচকরা, এমনকী তার কিছু সমর্থকও নিশ্চিত নন ভবিষ্যতে তার জন্য কী অপেক্ষা করছে। তিনি তার সাহায্যের হাত বিশ্বব্যাপী প্রসারিত করে কি নিজেকে চীনা কম্যুনিস্ট পার্টির বন্ধু হিসাবে তুলে ধরতে চাইছেন? নাকি এটা তিনি করছেন অন্তরের তাগিদ থেকে আর তার এই দরদি উদ্যোগ থেকে একধরনের ফায়দা লুটতে চাইছে চীনা কর্তৃপক্ষ? তার এই উদ্যোগকে চীন কি পার্টির প্রচারণা কাজে ব্যবহার করছে? জ্যাক মা অবশ্যই চীনের কূটনীতিক বিধান মেনে কাজ করছেন, বিশেষ করে কোন্ দেশ তার সহায়তা থেকে লাভবান হবে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে। কিন্তু এর ফলে তার যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা, সেটা চীনের রাজনৈতিক পিরামিডে উপরের স্তরের অনেক নেতাকে ঈর্ষান্বিত করে তুলছে।

Share.