ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, ব্লিচ বা ঘরোয়া জীবাণুনাশক ইঞ্জেকশন আকারে শরীরে প্রবেশ করালে করোনাভাইরাস হয়তো সেরে উঠতে পারে। তার এই উদ্ভট বক্তব্যের পর নিউ ইয়র্কে এই ধরণের জীবাণুনাশক ইঞ্জেকশন দিয়ে শরীরে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগে যোগাযোগের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।ডেইলি নিউজ খবরে বলা হয়, শহরের স্বাস্থ্য বিভাগের উপশাখা পয়জন কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ট্রাম্পের ওই মন্তব্যের ১৮ ঘণ্টার মধ্যে তারা এই ধরণের ৩০ জন রোগী পেয়েছেন। তবে এদের কেউই মারা যাননি বা হাসপাতালে ভর্তি করতে হয়নি। সংস্থাটির এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় এমন ঘটনা প্রায় দ্বিগুণ। যে ৩০ জন রোগী পয়জন কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করেছেন, তাদের মধ্যে নির্দিষ্ট করে ৯ জনই লাইজল নামে একটি জীবাণুনাশকের কথা জানিয়েছেন। ১০ জন ব্লিচ ও ১১ জন সাধারণ ঘরোনা ক্লিনারের কথা জানিয়েছেন।অথচ আগের ১৮ ঘণ্টায় লাইজলের সংস্পর্শে আসা কোনো রোগী ছিলেন না। শুধু ২ জন ছিলেন যারা ব্লিচের সংস্পর্শে এসে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজে করোনাভাইরাস ব্রিফিং-এ ট্রাম্প ইঙ্গিত দেন, রোগীদের ফুসফুসে ইঞ্জেকশনের মাধ্যমে সরাসরি ব্লিচ বা অন্যান্য জীবাণুনাশক প্রবেশ করালে হয়তো করোনাভাইরাস সেরে উঠতে পারে। তবে শুক্রবার বিকাল নাগাদ স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপকভাবে প্রতিবাদ করলে, ট্রাম্প তার ওই মন্তব্য থেকে সরে আসেন। তিনি বলেন, এটি ছিল স্রেফ কৌতুক। পরে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি কৌতুক করে কথাটি বলেছি।”তারপরও স্বাস্থ্য ও জরুরী সেবা সংস্থাগুলো তার মন্তব্যগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা মানুষকে সতর্ক করে বলেছে যে, তারা যেন কোনো অবস্থাতেই এসব জীবাণুনাশক শরীরে প্রবেশ না করান। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার অক্সিরিস বারবট বলেন, “স্পষ্ট করে বললে, জীবাণুনাশক শরীরে ইঞ্জেকশন দিয়ে নেওয়া বা মুখে, কানে বা নিঃশ্বাসের সাথে কোনোভাবে নেওয়ার জন্যই বানানো হয়নি। এমনটা করলে মানুষ অনেক বিপদে পড়তে পারে।” তবে হোয়াইট হাউজের মুখপাত্র জাড ডির এ জন্য মিডিয়াকেই দোষারোপ করেছেন। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট যা বলেন, তা নিয়ে মিডিয়া মিথ্যা ও ভয়াবহ শিরোনাম দিতে দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা ধারাবাহিকভাবে প্রেসিডেন্টের এই বক্তব্য অগ্রাহ্য করছে যে, তিনি বলেছেন করোনাভাইরাস চিকিৎসার জন্য মানুষের উচিৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা।”
যুক্তরাষ্ট্রে হঠাৎ বৃদ্ধি শরীরে জীবাণুনাশক ইঞ্জেকশনের প্রয়োগে
0
Share.