কানাডার ইতিহাসে প্রথমবার সংসদ অধিবেশন হচ্ছে ভার্চুয়াল

0

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারা পৃথিবীকে নাড়া দিয়ে চলছে প্রতিনিয়ত। এই সংকটে কানাডায় হাউস অব কমন্স নামে পরিচিত সংসদে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভার্চুয়াল অধিবেশন বসছে বৃহস্পতিবার। কানাডার ইতিহাসে এটিই প্রথম। সংসদ ভবনে না গিয়েই সাংসদরা ভার্চুয়াল অধিবেশন করবেন।বুধবার স্থানীয় সময় দুপুরে তার ‘ড্রাই রান’ (পরীক্ষামূলক অধিবেশন) সম্পন্ন হয়েছে। ৩৩৮ জন এমপির মধ্যে ২৯৭ জন এতে অংশ নেন। বহুল আলোচিত এবং ব্যবহৃত জুম সফ্ট্ওয়্যার ব্যবহার করা হচ্ছে সংসদের অধিবেশনের জন্য। তবে হাউজ অব কমন্সের জন্য সফ্ট্ওয়্যারটির বিশেষ একটি ভার্সন তৈরি করা হয়েছে যাতে কেউ হ্যাক করে ফেলতে না পারে। এর আগে হাউস অব কমন্সের কয়েকটি কমিটি বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়েছে। সংসদ অধিবেশনের জন্য জুম এর বিশেষ ভার্সন ব্যবহার করা হলেও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিয়মিত ব্রিফিং কিংবা মন্ত্রী সভার বৈঠকের জন্য জুম-এর সফ্ট্ওয়্যার ব্যবহার করা হয় না। প্রধানমন্ত্রীর কোন সফ্ট্ওয়্যার ব্যবহার করেন সেটি কঠোরভাবে গোপন রাখা হয়েছে। সর্বশেষ তথ্য মোতাবেক কানাডায় করোনায় মোট আক্রান্ত পঞ্চাশ হাজার ২৬ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৯০ জন। এতে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ।

Share.