ডেস্ক রিপোর্ট: ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এখন পর্যন্ত একদিনে আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ। এছাড়া মারা গেছেন ৭১ জন। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৩৬ জন। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ২১৮ জনের। শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনার সংক্রমণ এড়াতে ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়। ধাপে ধাপে সেটা ৪ মে পর্যন্ত করা হয়। তবে শুক্রবার সন্ধ্যায় লকডাউন বলবৎ থাককালীন সময়ে নতুন করে এই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়।এদিকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে অর্থনৈতিক ক্ষতি এড়াতে এই সময়ের জন্য নতুন গাইডলাইন তৈরি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়। লাল, কমলা ও সবুজ অঞ্চল অনুসারে এই গাইডলাইন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, কমলা ও সবুজ এলাকার ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে। তবে সব এলাকায় কিছু বিধিনিষেধে একই থাকবে। এছাড়া এই সময়ে বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রেস্তোরাঁ, হোটেল, সিনেমা হল, শপিং মল ও জিমের মতো বড় জমায়েতের স্থানও বন্ধ থাকবে।
ভারতে একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত
0
Share.