রবিবার, নভেম্বর ২৪

লকডাউনে মদের দোকান খোলায় মালাইকার ক্ষোভ

0

বিনোদন ডেস্ক: ভারতে করোনার কারণে অনেক দিন ধরেই লকডাউন চলছে। তৃতীয় পর্যায়ের লকডাউন ১৭ মে মেয়াদ শেষ হবে। তার আগেই মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকার ভাষ্য, লকডাউনের মধ্যে মদের দোকান খোলার ফলে বাড়বে গার্হস্থ্য হিংসা। এই নিয়ে তিনি একটি পোস্টও করেছেন। রেড জোনে থাকা দিল্লি-সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পর সোমবার থেকেই মদের দোকানগুলো তাদের শাটারটি খুলেছে। আর তারপর থেকেই লম্বা সারিতে স্টোরগুলোর বাইরে দেখা যায়। এ ব্যাপারে মালাইকা বলেন, ‘মদের দোকান খোলার কী প্রয়োজন ছিল আমি এখনও বুঝতে পারছি না। খুব খারাপ সিদ্ধান্ত। এর ফলে ঝামেলা বাড়বে, গার্হস্থ্য হিংসা বাড়বে ও শিশুদের উপর নির্যাতন বাড়বে।

Share.