করোনায় জে কে রাউলিং দিলেন ১০ কোটি টাকা

0

ডেস্ক রিপোর্ট: এক করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। এই পরিস্থিতিতে  বিশ্বের বিভিন্ন তারকাশিল্পী আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসছেন। এবার ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এক মিলিয়ন পাউন্ড অনুদান দিলেন ‘হ্যারি পটার’ সিরিজখ্যাত ব্রিটিশ লেখক জে কে রাউলিং। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। রাউলিংয়ের লেখা উপন্যাস ‘ব্যাটল অব হোগার্টস’-এর ২২তম বার্ষিকী ছিল গত ২ মে। এক টুইটে রাউলিং লেখেন, ‘আজ ব্যাটল অব হোগার্টসের ২২তম বার্ষিকী। কিন্তু সত্যি বলছি- উপন্যাসের মৃত্যু নিয়ে এখন কথা বলতে বিব্রতবোধ করছি। বাস্তবিক পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন।’  ব্রিটিশ এ ঔপন্যাসিক আরও বলেন, অনুদানের অর্থ ক্রাইসিস ও রিফিউজি চ্যারিটিস-এ সমভাগে দেওয়া হবে। গত মাসে জে কে রাউলিং জানান, কভিড-১৯ এর লক্ষণ তার মধ্যেও দেখা গিয়েছিল। পরে ‘সম্পূর্ণ সুস্থ’ হয়ে উঠেছেন।

Share.