ডেস্ক রিপোর্ট: চলতি বছর ভিক্টোরি ইন ইউরোপ ডে-র (ভি ই ডে) ৭৫তম বার্ষিকী। ১৯৪৫ সালে শেষ হওয়া দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির নাজিদের বিরুদ্ধে বিজয়ের হীরক জয়ন্তী হিসেবে আজ আট মে দিনটি বিশেষভাবে উদযাপিত হওয়ার কথা।কিন্তু করোনাভাইরাসের মহামারিতে লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না। তাই ধরতে গেলে অনেকটা ঘরোয়াভাবেই পালন করা হচ্ছে ইউরোপে জার্মানির ওপর বিজয়ের এ দিনটি। খবর বিবিসির। যুক্তরাজ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের ভিডিও বক্তৃতার পর দুই মিনিট নীরবতা পালন করা হবে। ‘রুদ্ধদ্বার উৎসব’ পালিত হবে ফ্রান্স, জার্মানিতেও। এছাড়া অন্যান্য জায়গায়ও সীমিত পরিসরে পালন করা হচ্ছে দিনটি। ১৯৪৫ সালের ৮ মে ব্রিটেন ও তাদের মিত্রবাহিনীর কাছে হিটলার ও তার নাজি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের বিশ্বযুদ্ধের অবসান ঘটে। দিনটিতে তখন থেকে ভিক্টোরি ইন ইউরোপ ডে হিসেবে পালন করা হয়।
লকডাউনের মধ্যে পালিত হচ্ছে ‘ভিই ডে’
0
Share.