বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বরাবরই এ অভিনেতাকে দেখা যায় নিজের ব্যস্তাতার পাশাপাশি শিল্পীদের জন্য নানা রকম কাজ করতে। তবে লকডাউনের কারণে তিনিও এখন ঘরবন্দি। তার এই সময়টা কিভাবে কাটছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন ধরনের কাজে সময় কাটছে। এরমধ্যে শিল্পীদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি। যে সব শিল্পী সমস্যায় আছে তাদের সহযোগিতা করছি। এছাড়া বাসায় ফিল্ম দেখছি, ব্যায়াম করছি। বাসায় আমার একটা ভাগ্নে আছে। তার সাথেও খুনসুটি করছি। এদিকে এখন রমজান মাস। প্রতিদিন রোযা রাখছি, নামাজ পড়ছি। এসব কাজের বাইরে কিছুটা চিন্তিত আছি। আসলেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? করোনা ভাইরাসের এই লকডাউনে সব কিছু স্থবির হয়ে পড়েছে। চলচ্চিত্র কতটা ক্ষতির মুখে পড়লো? এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সত্যি সব কিছুর মতো লকডাউনে চলচ্চিত্রও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঈদের ছবি নিয়ে সব প্রযোজক একটু বেশি আশায় থাকেন। এই সময়ে ব্যবসা ভালো হয়। পরের ছবিতে লগ্নি করতে এগিয়ে আসেন। কিন্তু এখন অনেকেই চলচ্চিত্রে লগ্নি করতে চাইবেন না। এই চলচ্চিত্রের ওপর অনেক কলাকুশলী জীবিকা নির্বাহ করেন। এবার ঈদে সেটি হচ্ছে না। তার মানে এবারের ঈদে নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছেনা? শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ঈদের বাকি আর অল্প কিছু দিন। এই সময়ে পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা। এছাড়া সিনেমা হল মালিক সমিতি আছে। তারা কি সিদ্ধান্ত নেবেন সেটিও দেখার বিষয়। এদিকে এখন চলচ্চিত্র মুক্তি দিয়ে প্রযোজক কতটা লাভবান হবেন এটিও একটি বিষয়। সব মিলিয়ে ঈদে ছবি মুক্তি পাবে কিনা সেটি জানার জন্য আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। এই সময়ে সরকারের কাছে কী ধরণের সহযোগিতা আশা করেন? জায়েদ খানের ভাষ্য, সরকার বলতে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করবো, আর কিছু দিন পরেই নতুন বাজেট আসবে। এই সময়ে সিনেমা, সিনেমা হল এগুলোর জন্য তিনি ভালো একটা বাজেট দেবেন। বাজেটে ভালো একটা বরাদ্দ পেলে বর্তমান পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো। এই এফডিসি জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী চলচ্চিত্রের দিকে বিশেষ ভাবে নজর দেবেন। কারণ তিনি বরাবরই সংস্কৃতিবান্ধব সরকার। জায়েদ খানের হাতে এখন কয়টি ছবির কাজ আছে? তার ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে একটি হলো শফিক হাসানের ‘বাহাদুরী’, এফ আই মানিকের ‘এদেশ তোমার আমার’। এছাড়া এপ্রিলের পাঁচ তারিখ থেকে মালেক আফসারির টেনশন’ শিরোনামের একটা ছবির শুটিং করার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
বিভিন্ন ধরনের কাজে সময় কাটছে -জায়েদ খান
0
Share.