ডেস্ক রিপোর্ট: এখনই লকডাউন খুলে দিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সাবধান করেছেন হোয়াইট হাউজের করোনা ভাইরাস বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য ডক্টর অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার তিনি এক বক্তব্যে একথা বলেন। এতে তিনি রাজ্যগুলোকে অবস্থার উন্নতি হওয়ার পূর্বে বাধা-নিষেধ তুলে না দেয়ার আহ্বান জানান। বলেন, এখনই লকডাউন তুলে দেয়া হলো রাজ্য ও প্রধান শহরগুলোকে যে পরিণতি ভোগ করতে হবে, তা হবে ভয়াবহ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।ডক্টর ফাউসির মতে, রাজ্যগুলোর উচিত ‘স্টে হোম অর্ডার’ বাতিলের পূর্বে মহামারির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা। আইনপ্রণেতা ও অনেক আক্রান্ত মানুষের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। ফাউসি যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও মহামারি রোগ বিষয়ক প্রতিষ্ঠানের প্রধান।কনফারেন্সে তিনি বলেন, যথাযথ প্রস্তুতির পূর্বে এভাবে লকডাউন খুলে দেয়া নিয়ে আমি উদ্বিগ্ন। প্রাথমিকভাবে হয়তো আমরা অল্প অল্প করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতে দেখব। কিন্তু দ্রুতই সংক্রমণের গতি ভয়াবহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, এভাবে লকডাউন খুলে দেয়ায় সত্যিকার অর্থেই ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে হয়তো মহামারী আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। এতে দেশ কার্যত পিছিয়েই যাবে, এগিয়ে যাবে না। কিন্তু এমন পরিস্থিতি চাইলেই এড়ানো সম্ভব। লকডাউনের কারণে সাময়িক সময়ের জন্য পিছিয়ে গেলেও পরবর্তীতে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করা সম্ভব।
দ্রুত লকডাউন খুলে দিলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে
0
Share.