প্লাস্টিক খেয়ে মরে যাচ্ছে গরু, আক্ষেপ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

0

ডেস্ক রিপোর্ট: ভারতের প্লাস্টিক খেয়ে গরুর মৃত্যু হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিজ নির্বাচনি এলাকা গুজরাটের আহমেদাবাদের গান্ধিনগরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।  অমিত শাহ বলেন, বৃষ্টির পানি জমিতে জড়ো হওয়া প্লাস্টিক বর্জ্যগুলোকে মাটিতে মিশে যেতে দেয় না। এ প্লাস্টিক খেয়ে ফেললে গরুগুলো মারা পড়ছে। এ সময় কেনাকাটার জন্য সবাইকে প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন তিনি। তিনি বলেন, আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে ব্যাগ দেওয়া হয়েছে। আমাদের এই কাপড়ের ব্যাগটি শাকসবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন। অমিত শাহ বলেন, প্লাস্টিকের ব্যাগ নষ্ট হতে ৪০০ বছরেরও বেশি সময় লাগে। হাজার হাজার পরিবার যদি বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এবং প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করে দেয় তবে পৃথিবী দূষণ থেকে রক্ষা পাবে। তিনি বলেন, জাঙ্ক প্লাস্টিকের ব্যাগ বৃষ্টির পানিকে মাটির মধ্যে মিশে যেতে বাধা দেয়। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে। আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে। এর ফলে তাদের মৃত্যু হয়। অমিত শাহ বিশেষত নারীদের কেনাকাটার ক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে। প্রত্যেকেই আপনার উদাহরণ অনুসরণ করবুত। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Share.