ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনও ধরনের অংশগ্রহণ মেনে নেবে না মস্কো। রুশ সংবাদমাধ্যম আরটি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সংকটের সমাধানে তুরস্কের সঙ্গে রাশিয়ার চুক্তি বিদ্যমান থাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ফল ভাল কিছু বয়ে আনবে না। শুক্রবার (২৫ অক্টোবর) রাশিয়ায় সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে এরিকসোন সুরিদে’র সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ল্যাভরভ। ২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তার আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা। গত ২৩ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার এক চুক্তিতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। সমঝোতা অনুযায়ী আঙ্কারা উত্তর সিরিয়ায় তার সামরিক অভিযান বন্ধ রাখবে এবং বিনিময়ে তুর্কি গেরিলারা তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যাবে। তবে আঙ্কারা ও মস্কোর যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকা রাখা উচিত বলে উল্লেখ করেছে জার্মানিসহ আরও কিছু দেশ। এ সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমঝোতা অর্জনে জাতিসংঘের কোনও ভূমিকা ছিল না তা বাস্তবায়নে এই বিশ্ব সংস্থাকে টেনে আনার অর্থ হবে অযথা জটিলতা তৈরি করা। যেকোনও পরিস্থিতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর রাশিয়া ।’
সিরিয়ায় ন্যাটোর নিয়ন্ত্রণে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা মানবে না রাশিয়া: ল্যাভরভ
0
Share.