ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পট এখন ব্রাজিল। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। আর আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত সপ্তাহে ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি ঘটার পর থেকে প্রতি ২৪ ঘণ্টার হিসেবে পঞ্চমবারের মতো দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো। এ নিয়ে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ২৫ হাজার ৫৯৮ জনে দাঁড়ালো।এদিকে, ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৪ লাখ ১১ হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক থেকে ব্রাজিলের সামনে সারিতে রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র।বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।এদিকে বিশ্বে এ পর্যন্ত ৫৮ লাখ ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৬৯১ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ লাখ ৮ হাজার ৫৯১ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৯ লাখ ৩৬ হাজার ৮১৭ জনের মধ্যে ৫২ হাজার ৯৭০ জনের অবস্থা গুরুতর।
ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে
0
Share.