ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে আবারও খুলে দেয়া হচ্ছে মহানবী (স)-এর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববী। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। জানা গেছে, ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লী উপস্থিত হতে পারবে মসজিদে নববীতে। রবিবার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে মুসল্লীরা মার্বেলের মেঝেতে নামাজ আদায় করবেন। নামাজ পড়ার সময় অবশ্য করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে। মুসল্লীদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। আর করোনাভাইরাসের ব্যাপারে লকডাউন পরিস্থিতি কেমন হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার। উল্লেখ্য সৌদিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৬৬ জন। মারা গেছেন ৪৫৮ জন। আর আক্রান্তদের মধ্যে ৫৭ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি
0
Share.