ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধির অন্যতম একটি নির্দেশনা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেটি বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে বিশেষ জুতা। দেখতে খুব বিদঘুটে হলেও এই জুতা পায়ে দিয়ে মুখোমুখি দু’জন দাঁড়ালে মিটার দেড়েকের দূরত্ব তৈরি হবে। এই শারীরিক দূরত্ব করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।এমন জুতা তৈরি হয়েছে রোমানিয়ায়। ভিড়ের মধ্যে হাঁটলেও এই জুতা বাকিদের থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দেবে। সামনে অনেকটাই লম্বা এই জুতার সাইজ ইওরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর। রোমানিয়ার চর্মকার গ্রেগর লুপ এই জুতো বানিয়েছেন। তার দাবি, ‘এখন খুবই দরকারি হলেও অনেকেই সামাজিক দূরত্ব রক্ষা করছেন না। কাছাকাছি এসে পড়ছেন। তা থেকে বাঁচার উপায় হিসেবেই এই জুতা তৈরি করেছি।’ দেখতে অদ্ভূত হলেও এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।গোটা বিশ্বেই রোজ রোজ করোনা সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বাড়ছে ভীতি। আর এই ভীতি থেকে বাঁচতেই নানা উপায় নিচ্ছেন মানুষ। অনেকেই সব সময়ে ছাতা ব্যবহার করেছেন। তাতেও শারীরিক দূরত্ব রক্ষার কাজটা ভালই হয়। এবার এলো জুতো।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাত বিশেষ জুতা!
0
Share.