ঢাকা অফিস: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, আহসান উল্লাহ হাসান ছিলেন নিবেদিত প্রাণ, জাতীয়তাবাদের আদর্শের সৈনিক। জনপ্রতিনিধি হিসেবে ছিলেন সবার কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য।মির্জা আব্বাস আরও বলেন, হাসানের মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি একজন একনিষ্ঠ কর্মী হারাল। তাঁর এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।প্রসঙ্গত, আহসান উল্লাহ হাসান করোনাভাইরারাসে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।আহসান উল্লাহ হাসানের পরিবার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে কয়েকটি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে রোববার দুপুরে অবস্থার আরও অবনতি হলে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান হাসান।হাসান দীর্ঘদিন ধরে মহানগর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার অকাল মৃত্যুতে তার অসংখ্য কর্মী-সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নগর বিএনপির সম্পাদক আহসান উল্লাহর মৃত্যুতে মির্জা আব্বাসের শোক
0
Share.