ডেস্ক রিপোর্ট: জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১০ হাজার সেনা মোতায়েন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী চলা প্রতিবাদের মুখে বিক্ষোভের উৎসস্থল মিনিয়াপলিসে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পক্ষে মতামত দিয়েছেন মিনিয়পলিস সিটি কাউন্সিল। জননিরাপত্তা নিশ্চিতে নতুন মডেল অনুসরণ করতে চান কাউন্সিলরা। বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার যুক্তরাজ্যের মার্কিন দূতাবাস ঘেরাও করে লাখো মানুষ।এছাড়া ব্রিসটলে সপ্তদশ শতাব্দীর এক দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারিভাবে জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হলেও, ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে অসংখ্য মানুষ। ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনেরিওর মানুষও এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
জর্জ ফ্লয়েড হত্যা: দেশে দেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভ
0
Share.