ফোনেই কন্ঠ দিচ্ছি ও শুট করছি :সানিয়া সুলতানা লিজা

0

বিনোদন ডেস্ক: করোনার ভাইরাসের প্রভাবে গত প্রায় আড়াই মাস ধরেই থমকে আছে সব। দেশে সাধারন ছুটি উঠিয়ে নেয়া হযেছে কয়েকদিন আগে। যদিও করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে প্রতিদিন। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই সময়ে শোবিজ তারকারাও বেশিরভাগ অবস্থান করছেন বাসায়। এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও করোনা পরিস্থিতির পর থেকেই ঘরে থাকছেন। ঘরে থেকেই কয়েকটি গানেও কন্ঠ দিয়েছেন। পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন চ্যানেলের টিভি লাইভে।লিজা এ বিষয়ে বলেন, করোনা পরিস্থিতির পর বাসাতেই থাকছি। কারণ অবস্থার কিন্তু এখনও উন্নতি হয়নি। এই সময়ে বের হওয়াটাও রিস্কি। প্রতিদিনই অনেকের আক্রান্তের খবরে মনটা ভারি হয়ে আসে। তারপরও বাসায় বসে চেষ্টা করছি নিজেকে ভালো রাখার। গত আড়াই মাসে কয়েকটি গান করেছি। এরমধ্যে করোনা সচেতনতা নিয়ে একটি গান করেছি আরটিভির জন্য। পাশাপাশি বায়োস্কপের জন্য করেছি ঈদের একটি গান। এছাড়াও একটি গান কাভার করেছি। ‘অলিরও কথা শুনে’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছে ইমরান। খুব শিগগিরই এটি প্রকাশ করবো। কিন্তু গান কিভাবে করা হচ্ছে বাসা থেকে? লিজা উত্তরে বলেন, ফোনেই কন্ঠ দিচ্ছি ও শুট করছি। আর গত আড়াই মাসে বেশ কিছু চ্যানেলের লাইভে নিয়মিত অংশ নিয়েছি। আসলে পরিস্থিতি ঠিক না হলেতো আর বের হওযা হবে না সেভাবে। স্টেজ শো কবে আয়োজন হবে তার ঠিক নেই। স্টুডিওতে কন্ঠধারণও কবে শুরু হবে জানা নেই। তাই বাসা থেকেই কিছু কাজ করছি। এর বাইরে পরিবারকে সময় দিচ্ছি বেশি। পছন্দের সিনেমা দেখছি। দোয়া করছি আল্লাহুর কাছে এ অবস্থা থেকে পরিত্রাণের। লিজা আরো বলেন, যে সংকট তৈরি হয়েছে সেটা সহসাই কাটবে বলে মনে হচ্ছে না। সংগীত তথা সংস্কৃতি অঙ্গনের অনেকেই ভালো নেই। সব কিছু স্বাভাবিক না হলে আরো খারাপ অবস্থা হবে। তাই মন থেকে দোয়া করছি যেন এ করোনা ভাইরাস আমাদের দেশ ও পৃথিবী থেকে দূর হয়।

Share.