স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। তাই ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডগুলোও খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে কিছুটা আতঙ্কে রয়েছে।তবে এর মাঝে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুলাই থেকে শুরু হবে সিরিজ। এছাড়া অন্য দেশগুলো এখনই সাহস পাচ্ছে না মাঠে খেলা ফেরানোর। তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান আইসিসির দেয়া স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে ফিরিয়েছে খেলোয়াড়দের। এবার আফ্রিকার দেশ জিম্বাবুয়েও অনুশীলনে ফেরার কথা জানিয়েছে তবে ফেরার আগে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দিতে হবে করোনা পরীক্ষা। বুধবার দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আগামী সোমবার থেকে আমরা অনুশীলন শুরু করতে যাচ্ছি। তবে এক্ষেত্রে ৩৩ জন খেলোয়াড় ও দলের সংশ্লিষ্ট মোট ৪০ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, খেলোয়াড়দের নিয়ে নুন্যতম ঝুঁকিও নেবে না। অনুশীলন শুরু করলেও জমায়েত করবে না। সেক্ষেত্রে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে খেলোয়াড়রা। প্রতিদিন অনুশীলন শুরুর আগে মাপা হবে শরীরের তাপমাত্রা। এছাড়াও যে যার ব্যক্তিগত সরঞ্জাম অন্যকারো সঙ্গে ভাগাভাগি করতেও পারবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের অনুশীলন শুরু হবে করোনা টেস্ট দিয়ে
0
Share.