৯৭ দিন পর নামছেন মেসি, খেলবেন ৯০ মিনিট

0

স্পোর্টস ডেস্ক: ফুটবল ফিরছে চিরচেনা রূপে। বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এরই মধ্যে মাঠে নেমেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি খেলতে নামবেন শনিবার রাতে। রিয়াল মালরোকার বিপক্ষে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। করোনাভাইরাস মহামারিতে গেল তিন মাস বন্ধ ছিল খেলা। সব শেষ ৭ মার্চ মাঠে নেমেছিল বার্সেলোনা। লা লিগার ম্যাচে প্রতিপক্ষ রিয়াল সোসিওদাদের বিপক্ষে মেসির পেনাল্টিতে ০-১ গোলে জয় নিয়ে মাঠ ত্যাগ করে কিকে সেতিয়েনের শিষ্যরা। স্প্যানিশ লিগ স্থগিত হওয়ার আগে শীর্ষে স্থানে উঠে আসে কাতালানরা। এই পর্যন্ত ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।  করোনা পরবর্তী অনুশীলনে চোট পেতে হয়েছিল বার্সার সবচেয়ে বড় তারকা মেসিকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেতিয়েন বলেন, ‘খেলার জন্য প্রস্তুত তিনি। সবকিছু ঠিক আছে তার। ঠিক মতো অনুশীলনও সেরেছেন। এখন কোনও সমস্যা নেই।’ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান সামান্য। হাতে রয়েছে মাত্র ১১টি ম্যাচ। ছোট একটি ভুলের জন্য বড় মাশুল দিতে হতে পারে মেসি নেতৃত্বাধীন দলকে। যদিও কোচের নিজ দলের উপর শতভাগ ভরসা রয়েছে। বার্সেলোনা বস বলেন, ‘মেসিসহ দলের অন্যরা জানেন কখন তাদের জ্বলে উঠতে হবে।’ ৯৭ দিন পর মাঠে নামছে ব্রাউগানারা। সেতিয়েন বিশ্বাস করেন খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর মাঠে নামছে খেলোয়াড়রা। সময় বাড়লে মাঠের সঙ্গে মানিয়ে নিবে দল।’ চলতি বছরের শুরুতেই বড় ধরনের ইনজুরিতে পড়তে হয় লুইস সুয়ারেজকে। এদিন প্রত্যাবর্তনের ম্যাচে মেসির সঙ্গে জুটি গড়বেন উরুগুয়াইন স্ট্রাইকার। কোচ জানিয়ে দিয়েছেন তাকে পুরো সময় খেলাতে আগ্রহী নন তিনি। ‘অবশ্যই সুয়ারেজ মূল একাদশের জন্য প্রথম পছন্দের। যদিও তাকে নব্বই মিনিট খেলানোর ঝুঁকি নিতে চাচ্ছি না আমরা।’ যোগ করেন সেতিয়েন।

Share.