শনির দশায় শাকিব খান

0

বিনোদন ডেস্ক: বাংলায় বহুল প্রচলিত একটি প্রবাদ হলো শনির দশা। এই প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে কোনো মানুষের খারাপ বা দুঃসময়ের কথা বোঝানোর জন্য। চলচ্চিত্রে আবার অনেকে জ্যোতিষ শাস্ত্রকেও গুরুত্ব দিয়ে থাকেন। এই শাস্ত্র মতে নবগ্রহের সপ্তম গ্রহ হচ্ছে শনি। পদ্মপুরাণ অনুসারে সূর্যের অন্যতম স্ত্রী ছায়ার গর্ভে জন্ম শনির। তবে গ্রহ-নক্ষত্র নিয়ে বিশদ আলোচনায় যাবার সুযোগ নেই।  নায়ক শাকিব খান ‘নবাব এল.এল.বি.’নামে বিগ বাজেটের ছবিতে অভিনয় করবেন। কয়েক মাস আগের খবর এটি। ছবির পরিচালক অনন্য মামুন। কিন্তু করোনার ফলে ছবিটির ভবিষ্যৎ অন্ধকার। শুটিং-এর জন্য বিরাট প্রস্তুতি নিয়েছিলেন পরিচালক। কিন্তু করোনা এসে সব শেষ করে দিয়েছে। করোনা আদৌ কবে শেষ হবে, কবে ছবিটির শুটিং শুরু করতে পারবেন তা বুঝে উঠতে পারছেন না পরিচালক। আর শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ তিন ছবি মনের মতো মানুষ পাইলাম না, বীর, শাহেনশাহ ব্যবসায়িক সাফল্য পায়নি। অন্যদিকে এই নায়কের আগুন ছবির শুটিং বন্ধ প্রযোজকের অভাবে। নায়ক নিজেই বাকি কাজের জন্য অর্থ বিনিয়োগ করতে চান বলে জানা গেছে। তবে এই করোনার সংকটে শিল্পী ও কলাকুশলীরা কাজের সাহস দেখাতে চাইছেন না। এ অবস্থায় পারিশ্রমিকও কমিয়েছেন শাকিব। ঘোষণা দিয়েছেন দিন-রাত শুটিং করে আবারও চলচ্চিত্রের সুদিন ফেরাবেন। অথচ বেশির ভাগ অভিনয় শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে তারা কেউই শুটিং করতে চান না। এদিকে শাকিবের ঘরের নায়িকা বুবলীও উধাও। কিং খান নাকি নতুন নায়িকা খুঁজছেন। করোনাকালে কোন নায়িকা জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করেন তা দেখার জন্য জাতি অধির আগ্রহে অপেক্ষমাণ। সবাই যখন করোনার ভয়ে কাবু। তখন নতুন ছবির শুটিং করা এই মুহূর্তে ভীষণ মুশকিল বলছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ মাস্ক পরে তো আর চলচ্চিত্রের শুটিং হয় না। বাংলার সেই বহুল প্রচলিত প্রবাদটির মতো হয়তোবা সত্যিই শাকিব খানের উপরে শনির দশা ভর করেছে! তবে হতাশ হবার কিছু নেই। এই নায়ককে নিয়ে একজন স্বনামধন্য জ্যোতিষী মনে করেন- শনি গ্রহরাজ মানুষকে ভোগায় ঠিকই। কিন্তু পথে বসিয়ে দেয় না। বাধা পেরিয়ে আবারও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। সেক্ষেত্রে শাকিব খানের জন্য একটি পরামর্শমূলক কথা বলেছেন তিনি- ‘আপনার আঙুলে রবির প্রতিকার করা আছে। কিন্তু শনির প্রতিকার নেই। সুতরাং শনির প্রতিকার স্বরূপ একটি পাথর যেকোনো শনিবার দুপুর ১টার ঠিক আগে ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করুণ। যদি পাথরটি সিনথেটিক বা নকল না হয়। আল্লাহ চাইলে আগামী ৩ মাসের মধ্যে আপনি আবারও ঘুরে দাঁড়াবেন। ঢাকাই চলচ্চিত্রে আরও খানিকটা সময় রাজত্ব করবেন।’

Share.