বাংলাদেশ থেকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে ছাতকের দু’শিশু। বুশরা ও হুমায়রা নামের দু’বোনের দেহে মরনব্যাধি ক্যান্সার বাসা বেধেছে। তারা উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলমপুর গ্রামের বাসিন্দা দিন মজুর বশর আলীরসন্তান। তারা বাঁচতে চায়। বশর আলী দুই মেয়ে নিয়ে এখন দিশেহারা। তার পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। শিশু দু’টিকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা চেয়েছে তাদের পরিবার। স্থানীয় লোকজনের সহায়তায় অসুস্থ সন্তানদের সামান্য চিকিৎসা চালিয়ে যেতে পারলেও বর্তমানে দিন মজুর বাবার পক্ষে আর কুলিয়ে উঠা সম্ভব হচ্ছেনা। চিকিৎসার অভাবে হয়তো এক সময় নিভে যেতে পারে শিশু দু’টির জীবন প্রদীপ। তাই সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন আপনাদের সহযোগিতায় হয়তোবা আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তারা। দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন জানান, তাদের ক’দিন পর পর শরীরের রক্ত বদলাতে হচ্ছে। এমতাবস্থায় দিন মজুর বশর আলীর পক্ষে ক্যান্সার চিকিৎসার মতো ব্যয় বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। তিনি শিশু দু’টিকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার
আহ্বান জানান। অর্থ সহায়তা প্রদানের জন্যে মোবাইল ০১৭২৩৫০৮৫৯২ (নগদ)।
এক সাথে দু’বোন ক্যান্সারে আক্রান্ত:পরিবার থেকে সাহায্যের আবেদন
0
Share.