ঢাকা অফিস: দেশের হাসপাতালগুলোয় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিট করেন।স্বাস্থ্য সচিব, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ও বিএসটিআইয়ের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।৯ জুন হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী মনিরুজ্জামান লিংকন।নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয়েছে বলে জানান আইনজীবী।
হাসপাতালে অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে রিট
0
Share.