ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত শনাক্তের সংখ্যা এরই মধ্যে ৮০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬০ লাখ লাখ আক্রান্ত শনাক্ত হয়েছেন গত দুই মাসে। করোনার সংক্রমণ ধরা পড়ার পর থেকে প্রথম দুই মাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৮৫ হাজার।বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৫ লাখ ৩৩ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ৪৫২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪৪ লাখ ১৪ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে উঠেছে। সংক্রমণের হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সেখানে ২২ লাখ ২১ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮৩টি পজিটিভ কেস ধরা পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২০ হাজারে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫২ জনের।ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১২৯ জন। তবে, সবমিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের পর আর কোনো দেশে এত মৃত্যু হয়নি। মোট আক্রান্তের হিসাবেও ব্রাজিল যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।এদিকে, রাশিয়ায় ৫ লাখ ৫৩ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেখানে সাত হাজার ৮৪৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সব মিলিয়ে করোনায় প্রাণ গেছে সাত হাজার ৪৭৮ জনের।ভারতে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্ত শনাক্ত তিন লাখ ৬৭ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৩২৫ জনের।এদিকে জার্মানিতে এক লাখ ৮৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে আট হাজার ৯১৮ জনের। ইরানে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৫১ জন।উল্লেখ্য গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দুই মাসে ৬০ লাখ মানুষ সংক্রমিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
0
Share.