বিনোদন ডেস্ক: চলমান পরিস্থিতিতে অন্য সবার মতো স্বেচ্ছায় ঘরবন্দি সময় কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ৪ জুন থেকে আলী ইমরানের পরিচালনায় একটি পণ্যের ‘ডকু ড্রামা’ দিয়ে কাজে ফিরেছেন তিনি।পর্যায়ক্রমে কাজ করেছেন বেশকিছু একক ও ধারাবাহিক নাটকে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে সহশিল্পীসহ শুটিং দলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন এ অভিনেতা। শুটিংয়ে স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আগের চাইতে তেমন কিছু পরিবর্তন হয়নি। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, টুপি, চশমা পরতে হচ্ছে সবাইকে।এখন কাজে সবাইকে ফিরতে হবে। করোনা তো অল্পদিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে না। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত চলমান একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আমাদের। দুই মাস আগে যখন কাজের পরিবেশ ভালো ছিল, তখন সবাই আতঙ্কের কথা বলেছে।এখনও তাই বলছে। সে ক্ষেত্রে ঝুঁকি সবারই আছে। যতটা সম্ভব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নিজের কাছে। কেউ কাউকে সুরক্ষা দিতে পারবে না। প্রত্যেকটা শ্রেণি-পেশার মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে কাজে বের হয়েছে।এমন নয় যে, কেউ আনন্দ নিয়ে কাজ করছে। আমি স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। যে কাজ করতে চায় সেও স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে। এতে করে নিয়মিত কাজের চর্চাসহ কিছু মানুষের কর্মসংস্থানের জায়গাটা স্থবির হবে না।’
সবাইকে কাজে ফিরতে হবে : মীর সাব্বির
0
Share.