ট্রাম্পের নির্বাচনী সমাবেশ ঘিরে উত্তেজনা

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। শুক্রবার দেশটিতে ৩০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এরই মধ্যে ওকলাহোমার টালসায় প্রেসিডেন্ট ট্রাম্পের শনিবারের নির্বাচনী সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মাস্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হাজারো মানুষের ভিড়। ভিড়ের চিত্র দেখলে বোঝা কঠিন হবে যে এখন মহামারির কাল চলছে। এরই মধ্যে ওকলাহামার তুলসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা মুক্তির দিন জুনটিনথ উপলক্ষে, ট্রাম্পের সমাবেশের বিরুদ্ধে অবস্থান নেন বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেন লাখো মানুষ। তবে ট্রাম্প বলছেন, দাসপ্রথা বিলুপ্তের দিনটিকে স্মরণীয় করে রাখতেই সমাবেশ করছেন তিনি। এ নিয়ে সমাবেশ স্থলে মুখোমুখি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তুলসার মেয়র রাতে কিছু অংশে কারফিউ জারি করেন। স্থানীয় সময় শনিবার রাতের এই সমাবেশে অংশ নিতে নিবন্ধন করেছেন দশ লাখ মানুষ। এ তালিকায় আছেন বাংলাদেশিরাও।রিপাবলিকান সমর্থক লুৎফর রহমান হিমু বলেন, ‘আমরা জানি না আদৌ আমরা সমাবেশস্থলে পৌঁছাতে পারবো কি না। যেখানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে ধারণ ক্ষমতা ১৯ হাজার মানুষের।’ তবে ট্রাম্পের সমাবেশস্থলে প্রবেশ করতে পারবেন বিশ হাজার মানুষ। বাকিদের অবস্থান করতে হবে বাইরে। করোনা পরিস্থিতিতে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা।নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্ণবাদ যে একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে তা এখনই অনুমান করা যাচ্ছে। ফলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার রানিংমেট ভাইস প্রেসিডেন্ট পদে এখন একজন কৃষ্ণাঙ্গকে খুঁজছেন।

Share.