শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনার চিকিৎসা হবে

0

ঢাকা অফিস: শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, ‘আপনারা জানেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটেও করোনা আক্রান্ত রোগী ভর্তি এবং চিকিৎসা চলছে। এ ছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন থেকে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।’নাসিমা সুলতানা আরো বলেন, এ ছাড়া দেশে বর্তমানে ৬২টি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা কার্যক্রম চলছে। সাময়িক সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারটি বন্ধ রয়েছে। এই পরীক্ষাগারটি পুনরায় চালু করা হবে। তখন পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াবে ৬৩টিতে।গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫০২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো তিন হাজার ৪৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনায় আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় ৩৮ জন মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী পাঁচজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছেন।মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মধ্যে হাসপাতালে ২৫ জন, বাড়িতে ১২ জন ও হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৪৬ হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ১৫‌ হাজার ৫৫৫ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ৪৮০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা পরীক্ষার ২২ দশমিক ৩৭ শতাংশ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে ১০৭তম দিনে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া এই পর্যন্ত দেশে মোট ছয় লক্ষ ২৭ হাজার ৭১৯ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

Share.