শিশুদের জন্যে ভাতা তিনগুণ করেছে ইতালি সরকার

0

ডেস্ক রিপোর্ট: ইতালিতে ১শ’ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। একদিনে মারা গেছেন ২৪ জন। এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সরকার দেশটির শিশু ভাতা ১৮ বছর পর্যন্ত তিনগুণ বাড়িয়েছেন।ইতালির করোনা পরিস্থতির প্রতিদিন উন্নতি হচ্ছে। রোববার (২১ জুন) দেশটির করোনা ভাইরাসে ২৪ জন মারা যান যা গত ১০০ দিনের মধ্যে সর্বনিম্ন। ইতালীয় সরকার করোনা পরিস্থতি নিয়ন্ত্রণে স্বাস্থবিধি মেনে চলার সঙ্গে সঙ্গে ইমিউনি অ্যাপস সকলকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরা ইতালির বর্তমান করোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি পেলেও কর্মক্ষেত্রে যোগ দেওয়া নিয়ে আতঙ্কে রয়েছেন।ইতালি প্রবাসী বাংলাদেশিরা জানান, আমাদের কাজ-কামে সমস্যা। একটা হোটেলে কাজ করি কিন্তু সেটা বন্ধ থাকায় করতে পারছি না। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে, শিশুদের জন্য সব ধরনের সযোগ সুবিধা তিনগুণ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। প্রতি বছর ইতালিতে গড়ে জনসংখ্যা কমছে প্রায় ২০ হাজার। যারা আগে বছরে এক সন্তানের জন্য ১ হাজার ইউরো পেতেন তারা এখন থেকে পাবেন ৩ হাজার ইউরো। পিতামাতার আয়ের কম বেশির ওপর বছরে ১৫শ থেকে ৩ হাজার ইউরো করে পাবে তারা। ১০ দিনের মধ্যে আইনটি চূড়ান্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।ইতালিতে প্রায় ৩০ হাজারের মতো বাংলাদেশি শিশু বসবাস করে। লকডাউনের সময় অনেক ইতালিয়ান ও প্রবাসী মা সন্তানসম্ভবা হয়েছেন বলে জানিয়েছেন ইতালীয় কর্তৃপক্ষ। সরকারের নেয়া বর্তমান পদক্ষেপে পরিবারগুলো খুশি হবে বলে মনে করা হচ্ছে।

Share.