ডেস্ক রিপোর্ট: মহামারি করোনা সংকটের মধ্যে ভারতে আবারো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে পঙ্গপাল। কয়েক মাস আগেই পশ্চিম ও মধ্য ভারতে পঙ্গপালের উপদ্রব দেখা দেয়। এবার ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল পৌঁছে গেছে দেশটির উত্তরাঞ্চলেও।রাজধানী দিল্লি সংলগ্ন গুরুগ্রামের আকাশ ছেয়ে গেছে পঙ্গপালে। এর মধ্যেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল দিল্লির দিকে অনেকটাই অগ্রসর হয়েছে।হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলেও পঙ্গপালের উপদ্রব বেড়েছে। পঙ্গপালের কবল থেকে বাঁচতে দরজা-জানালা বন্ধ করে এক রকমের গৃহবন্দি হয়ে রয়েছে স্থানীয় মানুষ, খবর এনডিটিভি।গুরুগ্রামের সাইবার হাব এলাকায় শুক্রবার বিকেল থেকেই পঙ্গপালের উপদ্রব শুরু হয়। ফলে স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা প্রশাসন। থালা-বাসন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর পরামর্শও দেওয়া হয়। কিন্তু রাত পেরিয়ে গেলেও পতঙ্গের দল এলাকা ছেড়ে যায়নি। বরং শনিবার সকালেও পুরো এলাকা পঙ্গপালে ছেয়ে গেছে। আতঙ্কে দরজা-জানালা বন্ধ করে বাড়িতেই অবস্থান করছে স্থানীয়রা।
দিল্লির দিকে এগিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল
0
Share.