প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা বেড়েছে চীনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবার

0

ডেস্ক রিপোর্ট: চীনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড-এর মুনাফা বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশি। একইসঙ্গে বেড়েছে শেয়ারের দামও। শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের আয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ; যা ছিল প্রত্যাশারও বাইরে। মূলত নিজেদের শক্তিশালী ই-কমার্স এবং ক্লাউড কম্পিউটিং ব্যবসার কল্যাণেই এমন মুনাফা অর্জনে সমর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এমন সময়ে এ হিসাব সামনে এলো যখন চলতি নভেম্বরেই নিজেদের বার্ষিক সিঙ্গেল’স ডে শপিং বোনানজার জন্য প্রস্তুত নিচ্ছে আলিবাবাবা-র ই-কমার্স সাইট। অন্যদিকে সম্প্রতি চীনের ছোট শহরগুলোতে পণ্য বিক্রির ক্ষেত্রে পিনডুওডুও ইনকরপোরেশন নামের আরেকটি ই-কমার্স সাইটের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই আলিবাবার শেয়ারের দাম বেড়েছে দুই শতাংশেরও বেশি। ১৯৯৯ সালে যাত্রা শুরু আলিবাবার। অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরির মত সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি হিসেবেও সফলতা পায় আলিবাবা। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশি।

Share.