উপকূলে ভেসে উঠল দৈত্যাকার সামুদ্রিক প্রাণী

0

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্দারমণি সমুদ্র উপকূলে ভেসে উঠেছে দৈত্যাকার একটি মৃত সামুদ্রিক প্রাণী।ধারণা করা হচ্ছে, জাহাজের ধাক্কায় বা অন্য কোনো কারণে আহত হয়ে মৃত্যু হয়েছে তিমি গোত্রের এই প্রাণীটির।সোমবার সকালেই মন্দারমণির উপকূলে স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা বিশালাকার একটি মৃত সামুদ্রিক প্রাণী দেখতে পান।খবর ছড়িয়ে পড়তেই ওই প্রাণীটি দেখতে ভিড় জমান স্থানীয়রা। প্রাণীটির সঙ্গে সেলফি, ছবি ও ভিডিও তুলে অনেকে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট দেন।আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিমি গোত্রের
প্রাণী এটি। তবে সঠিক কোন গোত্রের, তা অনুসন্ধানের পরেই জানা সম্ভব হবে।জাহাজের ধাক্কায় বা অন্য কোনো কারণে আহত হয়ে সমুদ্রের ঢেউয়ে প্রাণীটি উপকূলে ভেসে এসেছে বলে তাদের ধারণা। তবে প্রাণীটির দৈর্ঘ্য বা ওজন সম্পর্কে এখনও নিশ্চিত করে বলতে পারেননি বনকর্মীরা।২০১০ সালেও প্রায় ৪৫ ফুট লম্বা তিমি প্রজাতির একটি মৃত প্রাণী মন্দারমণির উপকূলে ভেসে উঠেছিল।

Share.