উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

0

ঢাকা অফিস: সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে।সোমবার রাতে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’সদরঘাট নৌ পুলিশ ফাড়ীর উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, লঞ্চ দুর্ঘটনার পরপরই লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে জাহাজটি ঘটনাস্থলে আসার আগেই বুড়িগঙ্গা ১ম সেতুতে ধাক্কা লাগে। এতে সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়। ফলে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে।প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ৮ নারী, ৩ শিশুসহ ৩২ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দিকে সুমন ব্যাপারী (৩২) নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Share.