পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বিক্ষোভ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: দেশে করোনা ভাইরাস আক্রমন সনাক্ত হওয়া থেকে গাইবান্ধায় বিদেশ ফেরত মা ছেলে দিয়ে শুরু হলেও বর্তমান সংখ্যা সাড়ে ৪ শত ছুই ছুই । গাইবান্ধায় করোনা টেস্টের ল্যাব স্থাপন, সকল উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাকরণ, ডেটল, স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ সকল স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর প্রাপ্তি নিশ্চিতকরণ ও গরীব মানুষের জন্য বিনামূল্যে বিতরণের দাবিতে ৬ জুলাই সোমবার জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ১নং ট্রফিক মোড়ে এসে শেষ হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। বক্তারা বলেন, করোনা মহামারির শুরু থেকে গাইবান্ধা জেলা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও আজ পর্যন্ত করোনা টেস্টের ল্যাব স্থাপন না হওয়া দুঃখজনক। তারা অবিলম্বে গাইবান্ধা করোনা টেস্টিং পিসিআর ল্যাব স্থাপন এবং প্রত্যেক উপজেলায় করোনা রোগীর নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন করার দাবি জানান। সেইসাথে বিশ্বে কোন দেশ না করলেও বাংলাদেশ সরকার করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করারও তীব্র নিন্দা জানান। এছাড়া করোনা মহামারির কারণে যখন বিশ্বে মানুষ কর্ম হারাচ্ছে তখন সরকারের রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের ঘোষণার তীব্র নিন্দা জানান বক্তারা।

Share.