কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

0

রাজশাহী প্রতিনিধি: করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান এবং সহজশর্তে ঋণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা।বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে কিন্ডারগার্টেনগুলো। এর ফলে অর্থিক সংকটে রয়েছেন কিন্ডারগার্টেন মালিক ও শিক্ষকরা। অনেক শিক্ষক-কর্মচারীর বেতন আটকা পড়েছে।এমন অচল অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য অনুদান এবং শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা ও সহজশর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে।অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক রফিক আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রাজশাহী মহানগর শাখার সভাপতি এএইচএম শাহিদুল ইসলাম প্রমুখ।

Share.