স্পোর্টস ডেস্ক: সূচি অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। যদিও করোনা পরিস্থিতিতে বিষয়টি অনিশ্চয়তায় ভুগছে।এরই মধ্যে এ বছর আর এশিয়া কাপ হচ্ছে না বলে জানিয়েছেন ভারত দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।বুধবার নিজের ৪৮তম জন্মদিনে বিশেষ সাক্ষাৎকারে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সৌরভ বলেছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।এদিকে সৌরভের এমন বক্তব্যে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান সামিউল হাসান।সামিউল হাসান সাফ জানিয়েছেন– এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারতীয় বোর্ডের চেয়ারম্যান গাঙ্গুলীর কথার কোনোই মূল্য নেই।সামিউল হাসান বলেন, তিনি এই সিদ্ধান্ত দেয়ার কে? বিষয়টি নিয়ে কথা বলার অধিকার রাখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসি। এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিতে পারেন শুধু এসিসির চেয়ারম্যান নাজমুল হাসান। আমরা যতটুকু জানি, এসিসির পরবর্তী সভার তারিখ এখনও ঠিক হয়নি।সৌরভকে টিপ্পনি কেটে সামিউল হাসান বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে সৌরভ গাঙ্গুলী বলা কথাগুলোর কোনো প্রভাব নেই। তিনি প্রতি সপ্তাহে এ বিষয়ে কথা বলে থাকলেও এর কোনো মূল্য থাকবে না।’
সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে চটেছে পিসিবি
0
Share.