বিরতিহীন অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসন্ন দুই আসর

0

ডেস্ক রিপোর্ট: করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছরের এশিয়া কাপ স্থগিত করা হয়েছে। তবে তা একইসাথে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আগামী দুটি আসরের পথ সুগম করেছে। এবারের আসর স্থগিত হওয়ায় আগামী দুই বছরে টানা দুটি এশিয়া কাপের আসর মাঠে গড়াবে।২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, সেপ্টেম্বরে এশিয়া কাপের ১৫তম আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনের ভাবনা থেকে সরে এসেছে সবগুলো বোর্ড। এবার এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে নিরপেক্ষ ভেন্যুতেই হতো আয়োজন।সেক্ষেত্রে আয়োজক হিসেবে শ্রীলঙ্কার প্রস্তুতি প্রায় চূড়ান্তই ছিল। তবে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেটের কর্তারা এ বছর এশিয়া কাপ মাঠে গড়াতেই রাজি নন। মূলত ২০২২ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। পাকিস্তান এবারের এশিয়া কাপের আয়োজন স্বত্ব শ্রীলঙ্কার সাথে অদল-বদল করেছিল। সেই হিসেবে ২০২২ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে পাকিস্তান, যা হবে এশিয়া কাপের ১৬তম আসর।আর এ বছরের এশিয়া কাপের স্বত্ব শ্রীলঙ্কা পাওয়ায় ২০২১ সালে স্থগিত হওয়া যে আসর অনুষ্ঠিত হবে, তা আয়োজন করবে শ্রীলঙ্কা। আগামী বছরের জুনে এশিয়া কাপের ১৫তম আসর আয়োজনের কথা ভাবিছে এসিসি। আগামী বছরের জুনে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবলেও এসিসির জন্য ফাঁকা সূচি বের করা সহজ হবে না। দীর্ঘ সময় ধরে খেলাধুলা বন্ধ থাকায় অনেকগুলো সিরিজই পিছিয়ে গেছে। স্থগিত সিরিজগুলো নতুন সূচিতে সাজালে ব্যস্ত সময় কাটবে ক্রিকেট দলগুলোর। করোনার কারণে এবারই প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত হল।

Share.