টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

0

ঢাকা অফিস: টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার ওই বাড়িতে লাশ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। “সেখানে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যাকাণ্ডে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” নিহতরা হলেন—মাস্টার পাড়ার গণি মিয়া, তার স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও নয় বছর বয়সী মেয়ে। স্থানীরা জানান, গত দুদিন ধরে ওই বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। এ সময় সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের লাশ পড়ে থাকতে দেখেন। মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিড়ে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’

Share.